Skip to main content

About Biddapith

আমতলা বিদ্যাপীঠ কলেজ

আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ, মাহিগঞ্জ, রংপুর, বাংলাদেশ ।

বিদ্যাপীঠের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
  • একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা ও জ্ঞান-বিজ্ঞানের উৎকর্ষতায় অবদান রাখতে মেধাবী, দেশপ্রেমিক ও আলোকিত মানুষ তৈরি করা । যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে নির্ভীক হবে ।
  • বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে বিভিন্ন জনকল্যাণ মূলক কাজে অংশ গ্রহণের মানকতা সম্পন্ন মানুষ তৈরি করা।
  • যুগোপযোগী অ্যাকাডেমিক যোগ্যতা, পরিশ্রম প্রিয়তা ও নৈতিকতার সমন্বয়ে একদল আদর্শ ও নেতৃত্বের গুনাবলী সম্পন্ন লোক তৈরি করা ।
  • দরিদ্র, ভাগ্যাহত ও সুবিধা বঞ্চিত শিশুদেরকে অভিজ্ঞ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান নিশ্চিত করা ।
  • আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাসকে চিন্তা চেতনায় সৃজনশীল ও মননশীল মানসিকতা সম্পন্ন যোগ্য নাগরিক তৈরি করা । দেশ ও জাতির পাশে দাঁড়াবে যাদের দৃঢ় অবস্থান। 
  • সামাজিক, নৈতিকও ধর্মীয় মূল্যবোধের আলোকে শুধু  A+  না, বরং A+ মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের একমাত্র মুল লক্ষ্য ।

আমাদের বিদ্যাপীঠের বৈশিষ্ট্য সমুহঃ 
  • ইংরেজি ও গণিতের ওপর বিশেষ গুরুত্বারোপ ।
  • অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠ দান ।
  • শ্রেনীকক্ষেই পাঠ প্রস্তুতকরণ এবং গত দিনের পাঠ আদায় করন। পাঠ অনাদায়ে সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় । 
  • প্রতিদিন সুন্দর হাতের লেখা মূল্যায়ন করা হয় ।
  • সাপ্তাহিক, মাসিক ও ত্রৈমাসিক পরীক্ষার মাধ্যমে মেধা মূল্যায়ন ।
  • মনের ভয় ভীতি, জড়তা দূর করে প্রাঞ্জল ও সাবলীল ভাষায় বক্তব্য দেওয়ার অভ্যাস তৈরি করা ।
  • সামাজিক, নৈতিকও ধর্মীয় মূল্যবোধের আলোকে শুধু  A+  না, বরং A+ মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের একমাত্র মুল লক্ষ্য ।
  • দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ।
  • বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে সৃজনশীল ও মানুষিক বিকাশের নিয়মিত আয়োজন ।
  • শিক্ষার্থীর প্রতিভা বিকাশের জন্য বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন 
  • শিক্ষা সফরের আয়োজন করা । 

Comments

Popular posts from this blog

NBKPSS মহানগর আয়োজিত মাহিগন্জ কলেজ কেন্দ্রে বৃত্তি পরিক্ষা বিষয়ক আলোচনা।

  NBKPSS মহানগর আয়োজিত মাহিগন্জ কলেজ কেন্দ্রে বৃত্তি পরিক্ষা বিষয়ক আলোচনা।

আমতলা বিদ্যাপীঠ স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান।

  প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান।

ইউটিউব চ্যানেলের জমকালো উদ্বোধন করলেন আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ ।

  আজ ৯ সেপ্টেম্বর ২০২২, ইউটিউব চ্যানেলের জমকালো উদ্বোধন করলেন আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ । রৌদ্রজ্বল দিনটিতে,  অনুষ্ঠান টি সকাল ৯ টা থেকে শুরু করে দিনভর  চলে অনেক প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, ছোটদের ফ্যাশান শো, কবিতা আবৃতি, দলিও নৃত্যানুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা । ইউটিউব চ্যানেলের জমকালো অনুষ্ঠানটিতে  উপস্থিত ছিলেন প্রধান অতিথি মেরিনা লাভলী, সিনিয়র রিপটার চ্যানেল আই এবং  রংপুর অফিস প্রধান, দৈনিক সমকাল । উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি বৃন্দ, জনাব মোঃ হাসেম আলী, সাংবাদিক, প্রভাষক ও কার্যকরী সদস্য আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ, রংপুর । জনাব মোঃ শামসুল আলম প্রধান শিক্ষক, চন্ডিপুর মডেল হাই স্কুল ও  কার্যকরী সদস্য আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ, রংপুর । আরও ছিলেন  জনাব মোঃ আলমগীর কবির, সভাপতি  আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ, রংপুর । জনাব মোঃ সোহেল সারোয়ার, পরিচালক, বিদ্যাপীঠ ক্যাডেট কলেজ, রংপুর।  অনুষ্ঠানটিতে প্রধান অতিথি  মেরিনা লাভলী  কেক কেটে   ইউটিউব চ্যানেলের জমকালো উদ্বোধন করলেন আর  শুভ সূচনা করলেন  আ মতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ,...