Skip to main content

About Biddapith

আমতলা বিদ্যাপীঠ কলেজ

আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ, মাহিগঞ্জ, রংপুর, বাংলাদেশ ।

বিদ্যাপীঠের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
  • একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা ও জ্ঞান-বিজ্ঞানের উৎকর্ষতায় অবদান রাখতে মেধাবী, দেশপ্রেমিক ও আলোকিত মানুষ তৈরি করা । যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে নির্ভীক হবে ।
  • বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে বিভিন্ন জনকল্যাণ মূলক কাজে অংশ গ্রহণের মানকতা সম্পন্ন মানুষ তৈরি করা।
  • যুগোপযোগী অ্যাকাডেমিক যোগ্যতা, পরিশ্রম প্রিয়তা ও নৈতিকতার সমন্বয়ে একদল আদর্শ ও নেতৃত্বের গুনাবলী সম্পন্ন লোক তৈরি করা ।
  • দরিদ্র, ভাগ্যাহত ও সুবিধা বঞ্চিত শিশুদেরকে অভিজ্ঞ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান নিশ্চিত করা ।
  • আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাসকে চিন্তা চেতনায় সৃজনশীল ও মননশীল মানসিকতা সম্পন্ন যোগ্য নাগরিক তৈরি করা । দেশ ও জাতির পাশে দাঁড়াবে যাদের দৃঢ় অবস্থান। 
  • সামাজিক, নৈতিকও ধর্মীয় মূল্যবোধের আলোকে শুধু  A+  না, বরং A+ মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের একমাত্র মুল লক্ষ্য ।

আমাদের বিদ্যাপীঠের বৈশিষ্ট্য সমুহঃ 
  • ইংরেজি ও গণিতের ওপর বিশেষ গুরুত্বারোপ ।
  • অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠ দান ।
  • শ্রেনীকক্ষেই পাঠ প্রস্তুতকরণ এবং গত দিনের পাঠ আদায় করন। পাঠ অনাদায়ে সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় । 
  • প্রতিদিন সুন্দর হাতের লেখা মূল্যায়ন করা হয় ।
  • সাপ্তাহিক, মাসিক ও ত্রৈমাসিক পরীক্ষার মাধ্যমে মেধা মূল্যায়ন ।
  • মনের ভয় ভীতি, জড়তা দূর করে প্রাঞ্জল ও সাবলীল ভাষায় বক্তব্য দেওয়ার অভ্যাস তৈরি করা ।
  • সামাজিক, নৈতিকও ধর্মীয় মূল্যবোধের আলোকে শুধু  A+  না, বরং A+ মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের একমাত্র মুল লক্ষ্য ।
  • দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ।
  • বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে সৃজনশীল ও মানুষিক বিকাশের নিয়মিত আয়োজন ।
  • শিক্ষার্থীর প্রতিভা বিকাশের জন্য বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন 
  • শিক্ষা সফরের আয়োজন করা । 

Comments

Popular posts from this blog

বিতর্ক প্রতিযোগিতা আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ, রংপুর ।

  বিতর্ক প্রতিযোগিতা আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ, রংপুর । বিতর্ক প্রতিযোগিতা আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ, রংপুর ।বিতর্ক প্রতিযোগিতা আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ, রংপুর ।

দিনভর সৃজনশীল অনুষ্ঠানের মাঝে আনন্দ মুখর ছিল আজ আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ ।

  দিনভর সৃজনশীল অনুষ্ঠানের মাঝে আনন্দ মুখর ছিল আজ আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ ।

ইউটিউব চ্যানেলের জমকালো উদ্বোধন করলেন আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ ।

  আজ ৯ সেপ্টেম্বর ২০২২, ইউটিউব চ্যানেলের জমকালো উদ্বোধন করলেন আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ । রৌদ্রজ্বল দিনটিতে,  অনুষ্ঠান টি সকাল ৯ টা থেকে শুরু করে দিনভর  চলে অনেক প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, ছোটদের ফ্যাশান শো, কবিতা আবৃতি, দলিও নৃত্যানুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা । ইউটিউব চ্যানেলের জমকালো অনুষ্ঠানটিতে  উপস্থিত ছিলেন প্রধান অতিথি মেরিনা লাভলী, সিনিয়র রিপটার চ্যানেল আই এবং  রংপুর অফিস প্রধান, দৈনিক সমকাল । উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি বৃন্দ, জনাব মোঃ হাসেম আলী, সাংবাদিক, প্রভাষক ও কার্যকরী সদস্য আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ, রংপুর । জনাব মোঃ শামসুল আলম প্রধান শিক্ষক, চন্ডিপুর মডেল হাই স্কুল ও  কার্যকরী সদস্য আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ, রংপুর । আরও ছিলেন  জনাব মোঃ আলমগীর কবির, সভাপতি  আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ, রংপুর । জনাব মোঃ সোহেল সারোয়ার, পরিচালক, বিদ্যাপীঠ ক্যাডেট কলেজ, রংপুর।  অনুষ্ঠানটিতে প্রধান অতিথি  মেরিনা লাভলী  কেক কেটে   ইউটিউব চ্যানেলের জমকালো উদ্বোধন করলেন আর  শুভ সূচনা করলেন  আ মতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ, রংপুর  প্রতিটি ছাত্র-ছাত্রীর শৈশব, কৈশোরের স্মৃতি বিজড়িত মুহূর্ত গুলোর হৃ