Skip to main content

আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ কতৃক আয়োজিত ২০২২ সালের স্কুল ক্যাবিনেট নির্বাচন ।


আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ, মাহিগঞ্জ, রংপুর। গত ৪ আগস্ট, ২০২২ , দিনটি ছিল ক্ষুদে ক্ষুদে ছাত্র-ছাত্রীদের  স্কুল ক্যাবিনেট নির্বাচন কে মুখরিত। 

মনোনীত প্রার্থীদের ছোট ছোট চোখে ছিল  স্কুল ক্যাবিনেট এ জয়ের স্বপ্ন । 

আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ এর মাঠ জুড়ে ছিল মনোনীত প্রার্থীদের পোস্টার এবং মাইকের নির্বাচনী প্রচার প্রচারনা । 


কোনায় কোনায় ভরে গিয়েছিল ভোটার,  ব্যস্ত হয়ে পড়েছিল স্কুল ক্যাবিনেট নির্বাচনী সম্মানীত সকল  কর্মকর্তাগন ।


আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ এর মাঠে সারিবদ্ধ ভাবে ভোট দিয়েছিল সকল ছাত্র ছাত্রীরা,  প্রার্থীদের পোস্টার এবং মাইকের নির্বাচনী প্রচারনা সব মিলে এক স্মরণীয় দিন করে তোলে ।




 



Comments

Popular posts from this blog

NBKPSS মহানগর আয়োজিত মাহিগন্জ কলেজ কেন্দ্রে বৃত্তি পরিক্ষা বিষয়ক আলোচনা।

  NBKPSS মহানগর আয়োজিত মাহিগন্জ কলেজ কেন্দ্রে বৃত্তি পরিক্ষা বিষয়ক আলোচনা।

আমতলা বিদ্যাপীঠ স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান।

  প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান।

ইউটিউব চ্যানেলের জমকালো উদ্বোধন করলেন আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ ।

  আজ ৯ সেপ্টেম্বর ২০২২, ইউটিউব চ্যানেলের জমকালো উদ্বোধন করলেন আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ । রৌদ্রজ্বল দিনটিতে,  অনুষ্ঠান টি সকাল ৯ টা থেকে শুরু করে দিনভর  চলে অনেক প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, ছোটদের ফ্যাশান শো, কবিতা আবৃতি, দলিও নৃত্যানুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা । ইউটিউব চ্যানেলের জমকালো অনুষ্ঠানটিতে  উপস্থিত ছিলেন প্রধান অতিথি মেরিনা লাভলী, সিনিয়র রিপটার চ্যানেল আই এবং  রংপুর অফিস প্রধান, দৈনিক সমকাল । উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি বৃন্দ, জনাব মোঃ হাসেম আলী, সাংবাদিক, প্রভাষক ও কার্যকরী সদস্য আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ, রংপুর । জনাব মোঃ শামসুল আলম প্রধান শিক্ষক, চন্ডিপুর মডেল হাই স্কুল ও  কার্যকরী সদস্য আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ, রংপুর । আরও ছিলেন  জনাব মোঃ আলমগীর কবির, সভাপতি  আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ, রংপুর । জনাব মোঃ সোহেল সারোয়ার, পরিচালক, বিদ্যাপীঠ ক্যাডেট কলেজ, রংপুর।  অনুষ্ঠানটিতে প্রধান অতিথি  মেরিনা লাভলী  কেক কেটে   ইউটিউব চ্যানেলের জমকালো উদ্বোধন করলেন আর  শুভ সূচনা করলেন  আ মতলা বিদ্যাপীঠ এন্ড কলেজ,...